২৮ আগস্ট, ২০২০ ২০:৪২

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপন শুরু

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপন শুরু

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ড বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছে। শুক্রবার শহরের উপকণ্ঠে করোতোয়া নদীর পাড়ে নবনির্মিত সোনার বাংলা পার্কে চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের দেশব্যাপী দশ লক্ষ বৃক্ষরোপনের কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচির আওতায় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড জেলায় নদীর তীরবর্তী বাঁধ সংলগ্ন এলাকায় প্রায় ১৮ হাজার ফলজ ও বনজ বৃক্ষ রোপন করবে। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে  বৃক্ষ রোপন উদ্ভোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায়, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যেতি প্রসাদ ঘোষ, ঠাকুরগাও সার্কেলের তত্বাবধায়ক  প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম ও পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর