নাটোরের গুরুদাসপুর উপজেলা নাজিরপুর ইউনিয়নে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃ-কাশো প্রতিবন্ধী বিদ্যালয়ের ২শ ছাত্র-ছাত্রীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি ও অধ্যাপক আব্দুল কুদ্দুস।
শনিবার দুপুরে নাজিরপুর কলেজ মাঠে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত রানা লাব্রু সভাপতিত্বে শোকসভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন