শেরপুরের শ্রীবরদীতে স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে জাহিদ (১৭) নামে এক বখাটে এখন শ্রীঘরে। শনিবার বিকালে উপজেলার গোসাইপুর ইউপির রহমতপুরে ওই স্কুলছাত্রীকে প্রকাশ্যে উত্ত্যক্ত করার ঘটনা ঘটে।
থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই মোফাখিখর হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা হয়। সেই প্রেক্ষিতে ঘটনার তিন ঘন্টা পর স্থানীয়দের সহযোগীতায় অভিযুক্ত বখাটেকে পুলিশ গ্রেফতার করে।
আজ দুপুরে জাহিদকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত বলে জানিয়েছেন কোর্ট ইন্সিপেক্টর শহিদুল হক। জাহিদ একই গ্রামের মৃত. লাল মামুদের ছেলে।
বিডি প্রতিদিন/এ মজুমদার