ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ১২টি জেলের ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে মাছ, নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে হামলার শিকার জেলেরা শশীগঞ্জ মাছ ঘাটে এসে এই অভিযোগ করেন।
শশীগঞ্জ মাছ ঘাটের জেলে হান্নান মাঝী ও ফারুক মাঝী জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চরমোজাম্মেল ও বাসনভাঙ্গা এলাকার মেঘনা নদীতে জেলে নৌকায় হানা দেয় জলদস্যুরা। এ সময় তারা জেলেদেরকে এলোপাথাড়ি পিটিয়ে রিপন মাঝী, রুবেল মাঝী, আলাউদ্দিন মাঝী, নিরব মাঝী, মাইনুদ্দিন মাঝী, ইসমাইল মাঝী, আশরাফ মাঝী ও শাহাবুদ্দিন মাঝীর নৌকাসহ ১২টি মাছ ধরা নৌকার মাছ ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। জেলেরা রাতের বেলা নদীতে কোস্টগার্ডের টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হারুনর রশিদ সাংবাদিকদের জানান, ডাকাতির সময় কেউ তাদের বিষয়টি অবহিত করেনি। সকালে খবর পেয়ে তারা নদীতে টহলে নেমেছেন এবং ওই এলাকার টহল আরও জোরদার করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর