১৮ সেপ্টেম্বর, ২০২০ ১৭:০৪

মানিকগঞ্জে হিন্দু মহাজোটের মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে হিন্দু মহাজোটের মানববন্ধন

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি এবং মন্দিরের জায়গা রক্ষার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা হিন্দু মহাজোট। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
জেলা হিন্দু মহাজোটের সভাপতি গৌরাঙ্গঁ চন্দ্র সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক তাপস রাজবংশী, জেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি বিকাশ রাজবংশী, সাধারণ সম্পাদক লিপু চন্দ্র হালদার প্রমুখ। 

তাপস রাজবংশী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। একদিন ছুটির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। তিনি দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানান। কালীপদ রাজবংশী বলেন, জেলা সদরের কাটিগ্রাম এলাকায় ঐতিহ্যবাহী শ্রী ঠাকুর গোপাল বিগ্রহ মন্দিরের বেশকিছু জায়গা বেদখল।  তিনি মন্দিরের জায়গা অবমুক্ত করার দাবি জানান।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর