২১ সেপ্টেম্বর, ২০২০ ১৬:২৮

কিশোরগঞ্জে কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি

কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শেষ হয়েছে। সমাপনী উপলক্ষে আজ সোমবার ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইটনা উপজেলা কৃষক লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইটনা উপজেলা কৃষক লীগের সহসভাপতি আবু বাক্কার মেম্বার। এতে আরও বক্তব্য রাখেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান,  ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা কৃষক লীগের সহসভাপতি জিয়াউদ্দিন সরকার, কৃষকনেতা খলিল মাস্টার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইটনা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বজলু মিয়া। অনুষ্ঠানে ইটনা উপজেলার সবকটি ইউনিয়নের কৃষকলীগের নেতাদের মাঝে বিভিন্ন জাতের ৪৫০টি চারা বিতরণ করা হয়। 

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে ১৫ জুন হতে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের উদ্যোগে ১৩টি উপজেলায় পাঁচ হাজার বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর