২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৪৪

মিঠাপুকুরে সেতুর সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মিঠাপুকুরে সেতুর সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

রংপুরের মিঠাপুকুরে প্রবল বর্ষণে কালুরঘাট সেতুর সংযোগ সড়ক ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এতে দুই উপজেলার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় জনভোগান্তি চরমে উঠেছে।

শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মামুন ভুইয়া ও কর্মকর্তারা।  

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিঠাপুকুর ও পীরগাছা উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে ঘাঘট নদ। যে স্থনটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, সেটি যুগ যুগ ধরে কালুর ঘাট নামে পরিচিত ছিল। নৌকায় পারাপার ছিল একমাত্র ভরসা। তাও আবার বেশি রাত হলে নৌকা বন্ধ থাকতো।

দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে খেয়া ঘাটের স্থানে ব্রিজ নির্মাণ করা হয়। বৃহস্পতিবার রাতে প্রবল বর্ষণে সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়ক ভেঙে ঘাঘট নদে বিলীন হয়ে যায়। ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ভাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান জানান, কর্মকর্তারা স্থানটি পরিদর্শন করেছেন। হয়তো দ্রুত একটা ব্যবস্থা হবে। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর