টাঙ্গাইলের সখীপুরে ১৮ বছর বয়সী শতাধিক শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ বিতরণ ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়েছে। আজ শুক্রবার উপজেলার কালিয়ানপাড়া গুডনেইবারস বাংলাদেশ সখীপুর সিডিপিতে ৫ থেকে ১৮ বছর পর্যন্ত নিয়মিত অধ্যয়নরত ১০৯ জন শিক্ষার্থীর মাঝে এ সম্মাননা সনদ ও উত্তরীয় প্রদান করা হয়।
গুডনেইবারস-এর কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে এ সম্মাননা সনদ ও উত্তরীয় পরিয়ে দেন।
এ সময় স্থানীয় চেয়ারম্যান আবদুল মান্নান, গুডনেইবারসের পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং সংরক্ষণ শাখা প্রধান সি লুটাস পুলক সরকার, উপজেলা বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, গুডনেইবারসের ম্যানেজার বকুল চন্দ্র ভৌমিক, প্রোগ্রাম অফিসার প্রাঞ্জলীম, প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে এ উপলক্ষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই