২০ বছর সাজা ভোগের পর মুক্তিপ্রাপ্ত ফিরাতুল (৪৫) নামে এক আসামিকে মেহেরপুর সমাজ সেবার উদ্যোগে বাড়ি ও নগদ টাকা প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপরে মেহেরপুর জেল কারাগার প্রাঙ্গণে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে আসামি ফিরাতুলকে নগদ ১২ হাজার টাকা প্রদান করা হয়।
জেলার সৈয়দ হাছান আলী বলেন, বিস্ফোরক মামলার আসামি ফিরাতুলের ২০ বছর সাজা ভোগ শেষে আজ মুক্তি পেয়েছে। জেলের মধ্যে তিনি তিন বার স্ট্রোক করেন। বর্তমানে সে জেল থেকে মুক্তি পেয়ে যেন আলোর পথে আসতে পারে সেই চিন্তা করে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে ১২ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালোক আব্দুল কাদের, জেল সুপার মকলেছুর রহমান, প্রবেশন অফিসার সাজ্জাদ হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ