২১ অক্টোবর, ২০২০ ০৬:২৮

নেত্রকোনায় উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়

ওমর ফারুক

নেত্রকোনার পূর্বধলায় উপজেলার ধলামূলগাঁও ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক (চশমা) বেসরকারি ভাবে বিজয়ী ঘোষিত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী ভোট গ্রহণের পর গণনা শেষে রাত সাড়ে নয়টায় এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার মো. ফরিদ উদ্দিন আহমেদ। 

কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান পদে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ওমর ফারুক। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী রজনী গন্ধা প্রতীক নিয়ে মোঃ রেজুয়ানুর রহমান পেয়েছেন ২ হাজার ৮৪৯ ভোট।

তৃতীয় স্থান নিয়ে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল হালিম খান পেয়েছেন ২ হাজার ৬৩৪ ভোট। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট ১১ প্রার্থী। তারমধ্য ১০ জনই স্বতন্ত্র ছিলেন। তবে তারা প্রত্যেকেই ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী। 

উল্লেখ্য, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমীন খান গত ৩ মে মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়ে যায়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর