শিরোনাম
২২ অক্টোবর, ২০২০ ১৮:২৯

পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার বাহিনীর মোবাইল টিম

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার বাহিনীর মোবাইল টিম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনীর ১৬টি মোবাইল টিম কাজ করছে। এ বছর বোয়ালমারী উপজেলায় মোট ১১৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। 

এসব মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি টিমে ১০ জন করে আনসার বাহিনীর সদস্যরা কাজ করবেন। 

এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিযুষ কুমার ঘোষ জানান, বোয়ালমারীতে পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ১৬টি টিমে মোট ১৬০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা উপজেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে ২৪ ঘণ্টা নিরবিছিন্নভাবে দায়িত্ব পালন করবেন। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর