‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলায় নির্বাচিত শ্রেষ্ঠ সমবায়িদের সম্মাননা দেয়া হয়েছে।
শনিবার দুপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেয়া হয়। দিনটিকে ঘিরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারদলীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
এছাড়া অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, স্থানীয় বিআরডিবির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, এমপির পিএস কোরবান আলী মিলন, সমবায়ি জাহিদুল ইসলাম, খলিলুর রহমান, রইচ উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
পরে সভায় উপস্থিত প্রধান ও আমন্ত্রিত অতিথিরা এ উপজেলায় নির্বাচিত শ্রেষ্ঠ সমবায়িদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল জলিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন