গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন মোগরখাল এলাকা থেকে ৪ লাখ ৮৪ হাজার টাকা সমমানের জালনোটসহ দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোর ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ তাদের আটক করেন।
আটককৃতরা হলো, পটুয়াখালি জেলার গলাচিপা থানার রতনদি এলাকার মতিউর রহমানের ছেলে মুদি দোকানি শফিকুল ইসলাম (৩২) এবং ভোলা জেলার দক্ষিণ আইচা থানার চরমাইনকা এলাকার মৃত শাহ আলম ফরাজির ছেলে কাঁচামাল বিক্রেতা হাবিবুর রহমান (৪০) উরফে হাবিবুল্লাহ। তারা গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার মোগরখাল এলাকায় ভাড়া বাসায় থাকতো।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, শনিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন বাসন থানার মোগরখাল এলাকার জনৈক বশির উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ভাড়াটিয়া শফিকুল ইসলামের ভাড়াকৃত কক্ষের তোষকের নিচ থেকে ৪ লাখ ৮৪ হাজার মূল্যমানের জাল টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে ১হাজার টাকা মানের ৩৭৭টি জালনোট (৩ লাখ ৭৭ হাজার) এবং ৫০০ টাকা মানের ২১৪টি জালনোট (১ লাখ ৭ হাজার) রয়েছে। পরবর্তীতে শফিকুল ইসলামের দেয়া তথ্যের ভিত্তিতে ভোগরা বাইপাস এলাকার জনৈক সাখাওয়াতের বাড়ির ভাড়াটিয়া হাবিবুর রহমান উরফে হাবিবুল্লাকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন