ঢাকার ধামরাইয়ের বালিয়াপাড়া জালসা গ্রামে নিম্নমানের খাদ্য খেয়ে ১ হাজার ২০০ লেয়ার মুরগির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন খামার মালিক মহিউদ্দিন। তিনি নিম্নমানের খাদ্য বিক্রেতার বিরুদ্ধে রাতে ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, ধামরাইয়ের বালিয়াপাড়া জালসা গ্রামের খামার মালিক মহিউদ্দিন তার খামারে দুই হাজার লেয়ার মুরগি পালন করে আসছেন। এসব মুরগির খাদ্য তিনি ধামরাইয়ের বাথুলি বাজারের আব্দুল খালেকের দোকান থেকে ক্রয় করেন। গত ২২ অক্টোবরও তার দোকান থেকে ১৩ বস্তা খাদ্য ক্রয় করেন মহিউদ্দিন।
ওই বস্তার খাদ্যগুলো ভেজা ও নিম্নমানের ছিল। এজন্য খাবার খাওয়ানোর পর থেকেই মুরগির গলা ফুলে যায় এবং পাতলা পায়খানা করতে থাকে। এরপর থেকেই খামারের মুরগি মারা যেতে থাকে। চিকিৎসকরা খামারে মুরগির চিকিৎসা দেওয়ার পরও প্রতিদিনই ৭০ থেকে ১০০টি করে মুরগি মারা যাচ্ছে। রবিবার পর্যন্ত ১ হাজার ২০০ মুরগি মারা গেছে।
খামার মালিক মহিউদ্দিন জানান, নিম্নমানের খাদ্য বিক্রেতা আব্দুল খালেককে বিষয়টি জানানোর পরও তিনি কোনো গুরুত্ব দিচ্ছেন না। তার ভেজা ও নিম্নমানের খাদ্য খাওয়ানোর পরই খামারের প্রায় এক হাজার ২০০ মুরগি মারা গেছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় খাদ্য বিক্রেতা আব্দুল খালেকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে খাদ্য বিক্রেতা আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ধামরাই থানার এসআই আরাফাত হোসেন বলেন, খাদ্য খেয়ে মুরগি মারা যাওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, ভেজাল খাদ্য খেলে মুরগি কলেরাসহ নানা রোগে আক্রান্ত হতে পারে। তবে মারা যাওয়া মুরগি পরীক্ষার পরই বলা যাবে খাদ্যে বিষক্রিয়ায় না অন্য কোনো কারণে মুরগিগুলোর মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই