টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ তালুকদার (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কচুয়া বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটেছে। আব্দুস সামাদ ওই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কচুয়া বাজার থেকে সন্ধ্যার পর হেঁটে বাড়ি আসছিলেন সামাদ তালুকদার। পরে কোনো যানবাহনের ধাক্কায় আহত হয়ে তিনি মুমূর্ষু অবস্থায় রাস্তায় পড়েছিলেন। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। টাঙ্গাইল যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।
সখীপুর থানা সাব ইনস্পেক্টর মো. বদিউজ্জামান বলেন, এ ঘটনায় তার পরিবার থানায় মামলা করেননি। লাশের ময়নাতদন্ত করতে রাজি না হওয়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ