পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে সাত মণ জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ পুলিশ।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলার মৎস্য আলীপুর মার্কেট থেকে ৪ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। এছাড়া শনিবার রাতে ৩ মণ জাটকা জব্দ করেছে কুয়াকাটা নৌ পুলিশ।
জব্দকৃত এসব জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।
এসময় কুয়াকাটা নৌ পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এ এস আই কামরুজ্জামান ও উপজেলা মৎস্য ফিল্ড সহকারী কর্মকর্তা টুটুল দাস উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কুয়াকাটা নৌ পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এ এস আই কামরুজ্জামান বলেন, অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়েছে। জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই