করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে বিভিন্ন বিনোদন। ঠিক এ মুহূর্তে ঐতিহ্যবাহী হা-ডু-ডু (কাবাডি) খেলা গ্রামবাংলার সবার মনের আনন্দকে বাড়িয়ে দিয়েছে। তাই এ খেলা দেখতে উপচেপড়া মানুষের ভিড় লক্ষণীয়।
মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে দূরে রাখতে দিনাজপুরের ফুলবাড়ীতে মোক্তারপুর যুব সংঘ এই হা-ডু-ডু খেলার আয়োজন করে। প্রতিটি খেলায় আশপাশের বিভিন্ন এলাকার মানুষের ওপচেপড়া দেখা গেছে।
খেলায় ফুলবাড়ী উপজেলাসহ আশপাশের উপজেলার আটটি দল অংশ নিচ্ছে। আগামী ১৪ নভেম্বর চূড়ান্ত খেলা হবে।
রবিবার বেলা ১১টায় ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির মোক্তারপুর যুব সংঘের উদ্যোগে মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক মো. এনামুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন মোস্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম আলী, ইউপি সদস্যা মোছা. রাবেয়া বেগম ও সমাজসেবক শামীম হোসেন সামু।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ