ফ্রান্সে মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় ইসলামী আন্দলোন বাংলাদেশ (চরমোনাই) গলাচিপা উপজেলা শাখার ব্যানারে পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জ্যৈনপুরী খানকাহ সংলগ্ন ঈদগাহ মাঠে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে দশ হাজারের বেশি ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি মো. হাবিবুর রহমান, সহসভাপতি মো. সেলিম খান, সাধারণ সম্পাদক আর আই এম অহিদুজ্জামান, কোরআন শিক্ষা বোর্ডের সভাপতি মো. হেমায়েত উল্লাহ জিহাদী, গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. মুজাফ্ফর হোসেন মৃধা ও গলাচিপা উপজেলা শাখার মুজাহিদ কমিটির ছদর (দলনেতা) মাওলানা রফিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/আল আমীন