জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ ধারণ করে আইডিইবি’র দীর্ঘ ৫০ বছরের ইতিহাসে জাতি গঠনমূলক বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাধীনতার ঊষালগ্নে ১৯৭০ সালের ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠিত হয়। আইডিইবি একমাত্র পেশাজীবী সংগঠন, সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং আইডিইবি’র অনেক সদস্য প্রকৌশলী মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন।
তিনি বলেন, বর্তমান বিশ্বে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি বা সমুদ্র অর্থনীতিকে সম্ভাবনাময় বিকল্প অর্থনীতি হিসেবে বিবেচনা করা হয়। বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী ব্লু ইকোনমির আধুনিক সংজ্ঞায় বলা হয়েছে, সমুদ্রে যে পানি আছে এবং এর তলদেশে যে পরিমাণ সম্পদ রয়েছে, সেই সব সম্পদকে যদি আমরা টেকসই উন্নয়নের জন্য ব্যবহার করি তবে তাকে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি বলে। ভারত মহাসাগরের ব-দ্বীপ বাংলাদেশের জন্য ব্লু ইকোনমি অত্যন্ত সম্ভাবনাময়। বঙ্গবন্ধু’র পথনির্দেশনায় আন্তর্জাতিক সালিশি আদালতের (পিসিএ) রায়ে মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ মিটিয়ে বঙ্গোপসাগরের বিশাল এলাকার ওপর বাংলাদেশের অধিকার সুরক্ষিত হয়েছে। এই সমুদ্র বিজয়ের পর বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর ক্ষতিকর প্রভাব উত্তরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সমুদ্র সম্পদের গুরুত্ব ও অপার সম্ভাবনা উন্মোচিত হয়েছে।
রবিবার জাতীয় সংসদের হইপ ইকবালুর রহিম এমপি গণপ্রকৌশল দিবস-২০২০ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী (সুবর্ণ জয়ন্তী) উপলক্ষে ভার্চুয়ালের মাধ্যমে বর্নাঢ্য র্যালির উদ্বোধনকালে এসব কথা বলেন।
দিনাজপুর আইডিইবি কার্যলয় চত্বরে আইডিইবির জেলা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান মতির সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল, আইডিইবির জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক প্রকৌশলী আব্দুল আউয়াল, জিলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে আইডিইবি মহিলা ও পরিবার কল্যান পরিষদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল, আইডিইবি ও আইসিটি ক্লাব দিনাজপুরসহ বিভিন্ন সরকারী-বেসরকারী পলিটেকনিক এবং জেলার প্রতিটি উপজেলার প্রতিনিধিবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল