ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খালার বাড়িতে যাওয়ার পথে ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যায় উপজেলার ষোললোহঘর গ্রামের ওই কিশোরী মায়ের সাথে অভিমান করে পার্শ্ববর্তী খলাপাড়া গ্রামের দূর সম্পর্কের এক খালার বাড়িতে যায়। এসময় কিশোরীকে পথে একা পেয়ে খলাপাড়া গ্রামের জিয়ার হোসেন (৩৫) ও ও তার সহযোগী ইব্রাহিম হোসেন অপু (২০) তাকে ফুঁসলিয়ে গ্রামের একটি কালভার্টের ওপর নিয়ে যায়। পরে জিয়ার হোসেন জোরপূর্বক ভাবে ওই কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষক জিয়ার হোসেন খলাপাড়া গ্রামের হেলু মিয়ার ছেলে ও তার সহযোগী ইব্রাহিম হোসেন অপু একই গ্রামের আব্দুল নূর মিয়ার ছেলে।
পুলিশ আরো জানায়, শনিবার সন্ধ্যায় কিশোরী ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি পুলিশ জানতে পারে। পরে রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ধর্ষকের সহযোগী ইব্রাহিম হোসেন অপুকে পুলিশ আটক করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহামদ নিজামী বলেন, ধর্ষণ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দিলে অভিযোগটি এজাহারভূক্ত করা হয়। ধর্ষকের এক সহযোগীকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। রবিবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন