কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী করোনায় আক্রান্ত হয়ে এখন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, জাফর আলী এক সপ্তাহ থেকে জ্বরে ভুগছিলেন। পরে তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়। এরপর শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য সামরিক এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়।
সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, মো. জাফর আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। এখন তিনি ভালো আছেন। তার পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন