কুষ্টিয়ায় “বীজ আলু উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনা” শীর্ষক চাষীদের ২দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার দুপুরে বিএডিসি‘র উদ্যোগে এ কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যাান কৃষিবীদ সায়েদুল ইসলাম।
বিএডিসি হিমাগার কুষ্টিয়ার অতিরিক্ত মহা ব্যবস্থাপক ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ বিএডিসি ইউনিটের সভাপতি কৃষিবীদ রিপন কুমার মন্ডল।
বক্তব্য রাখেন বিএডিসির সেচ বিভাগের প্রধান প্রকৌশলী জিয়াউল হক, প্রকল্প পরিচালক আবির হোসেন, কুষ্টিয়া কৃষি সম্প্রাসরণ বিভাগের উপপরিচালক শ্যামল কুমার বিশ্বাস।
এ সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যাান কৃষিবীদ সায়েদুল ইসলাম বলেন, নতুন প্রজাতির আলুর বীজ সরবরাহের মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যে দেশে প্রতি বছর ৩০লক্ষ টন আলু উৎপাদন করে আলুতে স্বনির্ভর অর্জন করা সম্ভব হবে। যা দেশের পুরো চাহিদা মেটানোর পর অতিরিক্ত আলু বিদেশে রপ্তানী করা যাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন