লালমনিরহাটে শ্রমিক নেতাদের উপরে বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে জেলা বাস-মিনিবাস ও ট্রাক-ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন। সকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল এর সামনের সড়কে দাঁড়িয়ে দুই শতাধিক শ্রমিক ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা মুন্না, বাপ্পীসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা হামলাকারীদের বিরুদ্ধে মামলা গ্রহণ পূর্বক সকল আসামি গ্রেফতারের দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল