গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাজার এলাকায় রাস্তার দু’পাশে গত কয়েক মাস আগে উচ্ছেদ অভিযানের পর ফের দখল হয়েছে। এতে সাধারণ মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছেন।
এলাকাবাসী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, কালিয়াকৈর বাজারে গত কয়েক মাস আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। বাজারের রাস্তার দু’পাশ পরিষ্কার-পরিচ্ছন্নতার করেন। কিন্তু উচ্ছেদের কয়েক মাস পর ফের দু’পাশে দোকানপাট করে জবরদখল করেছে।
ভুক্তভোগী মাসুদ রানা জানান, রাস্তার দু’পাশে দোকানপাট থাকায় হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে। আবারও অভিযান করে পরিষ্কার করা দরকার।
কালিয়াকৈর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ জানান, বাজারের রাস্তার যানজটের কারণে হাঁটাচলা করা যায় না। রাস্তা সুন্দর করতে যা যা দরকার তাই করা হবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে পুনরায় কালিয়াকৈর বাজারে অভিযান পরিচালনা করা হবে। বাজারের দু’পাশে দোকানপাট স্থায়ীভাবে কাউকে বসতে দেওয়া হবে না।
বিডি প্রতিদিন/আবু জাফর