চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীর সোনালী ব্যাংকে দিনদুপুরে টাকা লুটের ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে সোমবার সকালে মামলাটি দায়ের করেন। এ ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও পুলিশ ছিনতাইকারীদের আটক করতে পারেনি।
ব্যাংকের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনার পর খোয়া যাওয়া টাকার পরিমাণ নিরুপণসহ প্রশাসনিক নানা ব্যস্ততার কারণে মামলা দায়ের করতে কিছুটা দেরি হয়েছে। সোমবার মামলাটি দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, টাকা ছিনতাইয়ের সময় দুর্বৃত্তরা হেলমেট, মাস্ক ও পিপিই পরেছিল। এছাড়া ব্যাংকে কোনো সিসি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের শনাক্ত করতে কিছুটা সময় লাগছে। তবে পুলিশ কাজ করছে।
প্রসঙ্গত, রবিবার দুপুরে জীবননগর উপজেলার উথলীতে সোনালী ব্যাংক শাখায় তিনজন দুর্বৃত্ত হানা দিয়ে ব্যাংকের নিরাপত্তকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে আট লাখ ৮২ হাজার ৯০০ টাকা লুট করে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এমআই