রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেট্রোপলিটন ডিবি পুলিশ অভিযান চালিয়ে আরও ৬ দালালকে গ্রেফতার করেছে। সোমবার সকাল খেকে দুপুর পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ওই চক্রকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে রোগিদের দেয়া কাগজপত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হল,তারেক হোসেন,আসাদ আলী,মফিজ উদ্দিন,মিলন মিয়া,আলাউদ্দিন,রায়হান মিয়া। এর আগে গত তিন দিনে আরও ৯ জন দালাল চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে । রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জেলা থেকে উন্নত চিকিৎসা সেবা নিতে আসা রোগিদের সাথে প্রতারণার অভিযোগে এ পর্যন্ত ১৫ দালাল চক্রের সদস্যকে গ্রেফতার করা হল।
রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(গোয়েন্দা বিভাগ) উত্তম প্রাসাদ পাঠক জানান,দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের উৎপাত ও রোগীদের সাথে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত গততিন দিনে অভিযান চালিয়ে ১৫ জন দালালকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও জানান, নগরীতে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিে ভ্রাম্যমান আদালতে জরিমানাসহ জেল দেয়া হয়েছে। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৫ দালালকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের আইনে মামলা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার