গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (রক্ষা কমিটি), উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যাগে ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা, পৌর এবং কালিয়াকৈর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে ।
সোমবার সকালে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা কালিয়াকৈর বাইপাস এলাকায় জুয়েল মন্ডলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-টাঙ্গাইল ও বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ করেছে। নেতাকর্মীদের অভিযোগ, এসব কমিটিতে যগ্ম আহবায়কদের মধ্যে বিবাহিত ও অছাত্রদের যুক্ত করা হয়েছে ।
অথচ ত্যাগী নেতাকর্মীদের বাদ রেখে অর্থ বানিজ্যের মাধ্যেমে এ কমিটি দেয়া হয়েছে । ছাত্রদের যুক্তকরে নতুন কমিটি ঘোষনার দাবি জানান বক্তারা । ইমরুল কায়েছের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে ছাত্রদল নেতা জুয়েল হোসেন মন্ডল, আসাদুল, জসিম, আশিক হোসেন, সাইফুল ইসলাম, সজিব, বাবু ও মামুন, শাহিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন