বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতক্ষণ রয়েছেন, ততক্ষণ জনগণের দুশ্চিন্তা কিংবা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান নুর।
তিনি বলেন, শেখ হাসিনা চিরস্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়ে। তার দীর্ঘমেয়াদী চিন্তা-ভাবনার কারণে দেশ আজ কাঙ্খিত উন্নতির দিকে অগ্রসর হচ্ছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নীলফামারী-সৈয়দপুর সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ কাজে জমি অধিগ্রহণ হওয়া ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদানকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদ শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী ও চেক গ্রহণকারী আব্দুস সোবহান বক্তব্য দেন।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, অনুষ্ঠানে জমি অধিগ্রহণ ও অবকাঠামো বাবদ চড়াইখোলা, কুন্দপুকুর, সংগলশী তিন ইউনিয়নের ১৭ জনের মাঝে ১ কোটি ৯ হাজার ৭১৫ টাকার চেক প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই