গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাতৈলভিটি এলাকায় পুকুর থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার বিকেলে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাতৈলভিটি সোহাগী টেক এলাকায় হযরত আলী নামের এক ব্যক্তিকে পুকুর দেখাশোনার দায়িত্ব দেন জমির মালিক মিরাজ হোসেন। চলতি বছরে বন্যায় পুকুরটি তলিয়ে যাওয়ায় দেশীয় মাছসহ বিভিন্ন প্রকারের মাছ পুকুরে আসে।
গত শুক্রবার একই এলাকার আনিস হোসেনসহ অজ্ঞাতনামা ১০-১২ জন শেলো মেশিন দিয়ে পুকুর সেচ করে প্রায় এক লাখ টাকার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় সোমবার বিকেলে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা রাজীব চক্রবর্তী জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই