নাটোরে অসহায়, দুস্থ ও অসুস্থ ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ করেছেন নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।
সোমবার দুপুর ১২টায় তিনি নাটোরের কানাইখালির নিজ বাসভবনের অফিস কক্ষে এই চেক বিতরণ করেন। সংসদ সদস্য রত্না আহমেদ মোট ১৮ জনের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এই চেক তুলে দেন।
সর্বমোট ৬ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি। এতে সর্বোচ্চ একজন ৫০ হাজার ২০ টাকার অনুদান পেয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই