ভোলার চরফ্যাশনের শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামি মুরাদ হোসেন মুন্নাকে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম ২০ বছর ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন। সেই সঙ্গে ৮ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছর ৮ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
দণ্ডিত মুরাদ হোসেন মুন্না (৪০) চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের আবুল বাসার চাপরাশীর ছেলে। মামলায় অপর সহযোগী আঃ আজিজ ও লিটনের ৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সনের ৪ মার্চ রাতে নিজ বাড়ি যাওয়ার পথে সন্ত্রাসী মুরাদ অস্ত্র সজ্জিত হয়ে ব্যবসায়ী মো. আবুল হোসেনকে অবরুদ্ধ করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় মো. আবুল হোসেন বাদী হয়ে মুরাদ হোসেন, লিটন, আজিজ ও ফিরোজ কে আসামি করে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেন।
শীর্ষ সন্ত্রাসী মুরাদের ছত্রছায়ায় চরফ্যাশনে মাদক, চাদাবাজী, ডাকাতি, প্রতারণা, ধর্ষণসহ আরও ১৭টি মামলা বিচারাধীন আছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন