নাটোরে কালেক্টরেট সহকারী কর্মচারীদের দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে। দুই দফা দাবিতে পূর্ণ দিবস কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার তারা কলম বিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন।
নাটোর কালেক্টরেটের সহকারী সমিতির নেতৃবৃন্দরা জানান, কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী চলতি মাসের ১৫ তারিখ থেকে ৩০ পর্যন্ত দুই দফা দাবিতে আজ তারা কলম বিরতি ও অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
জানা যায়, বাংলাদেশ কালেক্টরেট সহকারী কর্মচারীরা আবারো আন্দোলনে নেমেছে। তাদের দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে চলতি নভেম্বর মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
এ সময় তারা অবস্থান ধর্মঘট ও কলম বিরতিসহ নানা ধরনের কর্মসূচি পালন করছে। ফলে আবারও ভোগান্তিতে সাধারণ সেবা গ্রহীতারা।
ভূমি অফিস প্রত্যেকটি উপজেলার ইউএনও অফিসসহ সকল প্রশাসনিক অফিসে আন্দোলন চলমান থাকায় সব স্থানেই কাজ বন্ধ হয়ে গেছে। এ ভোগান্তি লাঘবে দ্রুত সরকারি হস্তক্ষেপ চান সবাই।
এদিকে, কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা জানান, আমাদের বৈধ দাবিকে অগ্রাহ্য করা হচ্ছে বারবার। ফলে অনিচ্ছা সত্ত্বেও আমাদের পেট ও পরিবারের নিশ্চয়তার জন্য আন্দোলন করতে হচ্ছে। এ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
বিডি প্রতিদিন/এমআই