পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা।
রবিবার সকাল ৯টা হতে শুরু হওয়া ১৫ দিনব্যাপী প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মবিরতি চলবে বলে জানায় বাকাসসের নেতাকর্মীরা।
তারা আরো জানায়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী ভূমি অফিসের কার্যালয়ের তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না। এই জন্য তারা হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবে।
বিডি প্রতিদিন/এমআই