ফরিদপুরের আলফাডাঙ্গায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ক্ষুদ্রঋণ ও অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা হলরুমে বিতরণ অনুষ্ঠানে ইউএনও তৌহিদ এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, পৌর মেয়র মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও লায়লা পারভীন, ওসি রেজাউল করীম, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ প্রমুখ।
এসময় বানা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাজ ইসলাম খোকন, বুড়াইচ ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, গোপালপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) নুরী বেগমসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক আলফাডাঙ্গা থানা পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন