মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে মরহুম হাজী ফরিদ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অ্যাডভোকেট জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাবেক ছাত্রলীগ নেতা শেখ জামান রিপন প্রমুখ।
স্থানীয় নবজাগরণ ক্রীড়া সংঘের পরিচালনায় এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার ২০টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া ও স্থানীয় মাঝির গাঁও মুখোমুখি হন। খেলায় ২-০ গোলে বিজয়ী হয় পানপাড়া।
বিডি প্রতিদিন/এমআই