তিস্তা সুরক্ষাসহ তিস্তাপাড়ের মানুষের স্বার্থ সুরক্ষা ও মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুরে পাঁচ লাখ মানুষের স্বাক্ষর গ্রহণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে সোমবার বিকেলে স্থানীয় প্রেসক্লাবের চতুর্থ তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংসদ ও জননেতা ফজলে হোসেন বাদশা এই কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে উত্তরাঞ্চলকে রক্ষা করতে তিস্তা বাঁচাতে হবে। তিস্তা আন্দোলন বাংলাদেশের নদীপারের মানুষকে পথ দেখাচ্ছে।
তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে ও সংগঠনের স্ট্যান্ডিং কমিটির সদস্য ড. তুহিন ওয়াদুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান। সভায় নদী ও নদী তীরবর্তী মানুষের স্বার্থ রক্ষায় তিস্তা নদী ব্যবস্থাপনার দাবিতে বক্তাগণ গণস্বাক্ষর সংগ্রহ করার কৌশল বিষয়ক বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাম, বীরমুক্তিযোদ্ধা সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রংপুরের সভাপতি শাহাদাত হোসেন, জাসদ রংপুর জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন রাঙা, রংপুর মহানগর শাখার সভাপতি গৌতম রায়, ওয়ার্কার্স পার্টির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক সরকার, কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, গণতন্ত্রী পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক নোমান চৌধুরী প্রমুখ।
আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত স্বাক্ষর গ্রহণ চলবে উল্লেখ করে বক্তাগণ জানান, পাঁচ লাখ স্বাক্ষর গ্রহণ করা হবে এবং তা প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন