সিরাজগঞ্জের বেলকুচি সোহাগপুরে যমুনার চর থেকে আহতাবস্থায় সাড়ে ১০ ফুট লম্বা একটি অজগর (পাইথন) সাপ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরের পর স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউস’র সদস্যরা সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন।
দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, গতকাল রবিবার (২২ নভেম্বর) সোহাগপুর যমুনার চরে জমির মধ্য একটি অজগর সাপ দেখতে পান স্থানীয়রা। ভয় পেয়ে স্থানীয়রা সাপটির মাথায় টেটা দিয়ে আঘাত করেন। রাতে বিষয়টি জানতে পেরে পরে ফোন করে সাপটি মেরে না ফেলার জন্য অনুরোধ জানানো হলে তারা সাপটি তাদের হেফাজতে রাখেন।
তিনি আরও বলেন, আজ সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় অজগর সাপটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেই। দুপুরের দিকে সিরাজগঞ্জ সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
সিরাজগঞ্জ সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঋষিকেশ চন্দ্র রায় জানান, অজগর সাপটির মাথায় গুরুতর আঘাত রয়েছে। সাপটি বেশি আঘাতপ্রাপ্ত হওয়ায় উপযুক্ত চিকিৎসা ও পরিচর্যার জন্য রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ