কুমিল্লার বরুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম জহির হত্যা মামলায় গ্রেফতার হওয়া আসামি ফারুক হোসেনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এদিকে হত্যাকাণ্ডের তিন দিন পার হলেও এখনো গ্রেফতার হয়নি ঘটনার মূলহোতা আবাদুল ইসলাম আবাদ ও তার ছেলেরা।
রবিবার সন্ধ্যায় বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহমেদ বলেন, রবিবার কুমিল্লার আদালত ফারুককে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। শিগগিরই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী ও নিহত জহিরের ছোট ভাই জোবায়ের হোসেন বলেন, হত্যাকাণ্ডের তিনদিন পার হলেও আসামিরা গ্রেফতার হয়নি। তারা বিনা অপরাধে আমার ভাইকে খুন করলো। খুনিদের গ্রেফতারের দাবি করছি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের জীবনপুর গ্রামে দুই পক্ষের সম্পত্তি সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে খুন হন বরুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের হোসেন বাদী হয়ে নয় জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের দিনই গ্রেফতার করা হয় মামলার ৪ নম্বর আসামি ফারুক হোসেনকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার