বাগেরহাটে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হেফাজতে ইসলামের নেতাদের ‘উসকানিমূলক’ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।
বুধবার সকালে বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী তালুকদার রীনা সুলতানা, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সিতা রানী দেবনাথ ও সাধারণ সম্পাদক শরিফা খানম প্রমুখ।
বক্তারা অবিলম্বে হেফাজত নেতা বাবু নগরী ও মামুনুল হককে জাতীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেওয়া উসকানিমূলক বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান ।
বিডি প্রতিদিন/এমআই