গাজীপুরে সোমবার ৭তলা থেকে লাফিয়ে মাটিতে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম সেলিনা আক্তার (৩৮)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন আউটপাড়া রিয়াজ নগর এলাকার বারিউল ইসলামের স্ত্রী।
জিএমপি’র বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের আউটপাড়া এলাকার হাজী আজিজুর রহমানের বাসায় স্বপরিবারে ভাড়া থাকেন বারিউল ইসলাম। বেশ কিছুদিন ধরে তার স্ত্রী সেলিনা আক্তার মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
সোমবার সকালে সেলিনা আক্তার স্থানীয় কচি কাঁচা স্কুল এন্ড ক্যাডেট একাডেমি ভবনের ৭ তলা থেকে লাফিয়ে মাটিতে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তিনি আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার দাবী করেছেন। এ ঘটনার কয়েকদিন আগেও তিনি ভবনের দ্বিতীয় তলা থেকে মাটিতে ঝাপ দিয়ে এবং শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার