সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ আনোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার রাতে র্যাব-১২ সদস্যরা রায়গঞ্জের চান্দাকোনা বাজারে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আনোয়ার হোসেন জয়পুরহাট জেলার ইসলামনগর গ্রামের শুকুর আলীর ছেলে।
সোমবার র্যাব-১২ মিডিয়া অফিসার বিকেলে প্রনব কুমার সরকার জানান, র্যাবের একটি চৌকস দল চান্দাইকোনা বাজারে চেকপোস্ট বসায়। এ সময় তল্লাশি চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিলসহ ওই যুবককে আটক করা হয়। এ ঘটনায় রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন