গাজীপুরে এক মার্কেট ভবনের চতুর্থ তলা হতে বেলকনির ড্রপওয়াল ভেঙ্গে মাথায় পরে এক পথচারী সোমবার সন্ধ্যায় নিহত হয়েছেন। আনুমানিক ২৮/৩০ বছর বয়সের নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
জিএমপি’র বাসন থানার এসআই নাহিদ আল রেজা জানান, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মোড় এলাকার হাজী সবদুল সুপার মার্কেটের চতুর্থ তলার বেলকনির রেলিংয়ের সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অপর পাশের চান্দনা চৌরাস্তা ঈদগাহ মার্কেটের সঙ্গে ডিশের ও ইন্টারনেটের একাধিক ক্যাবল বাঁধা ছিল। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় ওই এলাকায় ফ্লাইওভারের নির্মাণ কাজ করার সময় ক্রেন এর সঙ্গে ওই ক্যাবল আটকে যায়। এসময় টান লেগে হাজী সবদুল সুপার মার্কেটের চতুর্থ তলার বেলকনির ড্রপ ওয়ালের একটি অংশ ভেঙ্গে নীচে ওই পথচারীর মাথায় পড়ে। এতে মাথা থেতলে ২৮/৩০ বছর বয়সের ওই যুবক ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সার্ট ও জিন্সের প্যান্ট পরা নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার