টাঙ্গাইলের সখীপুরে করোনাকালীন সচেতনতা বাড়াতে মা সমাবেশ ও ফ্রি স্বাস্থ্যসেবা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার কচুয়া গ্রামের চাঁদের হাটে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
এ সময় চাঁদের হাটে ভিপি জোয়াহের মিলয়াতন, জ্ঞান অন্বেষা পাঠাগার ও দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন করেন। সরকারি করোটিয়া সা'দত কলেজের অধ্যক্ষ ও চাঁদের হাটের উদ্দ্যেক্তা প্রফেসর আলীম মাহমুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদার, সখীপুর থানা পুলিশ পরিদর্শক এএইচএম লুৎফুল কবির, প্রেস ক্লাবের সভাপতি শাকিল আনোয়ার। ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন ডা. এমএ সামাদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার শাহনাজ বেগম নাজ, ঢাকা মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আবু ইদ্রিস, সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডা. শাহীনূর ইসলাম, ডা. জাকিয়া ইসলাম জ্যোতি প্রমুখ। এতে কচুয়া, আড়াইপাড়া, গজারিয়া,পাথারপুর, কালিয়া প্রামের প্রায় দুই হাজার মা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন