ঠাকুরগাঁওয়ে ইয়াকুব আলীর বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজিসহ বেশ কয়েকটি অভিযোগে গতকাল রবিবার দিবাগত রাতে ঠাকুরগাঁও থানায় ২টি মামলা দায়ের হয়েছে।
মামলার অভিযোগে সূত্রে জানা যায়, সদর উপজেলার ভুল্লি বাজার এলাকার সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ী ইউনুস আলী ও বাহার আলী যৌথভাবে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। এক বছর আগে আউলিয়াপুর গ্রামের সাবার আলীর ছেলে সফিউল আলমের কাছে থেকে ৩টি খাসকবলা দলিলে দোকান ঘরসহ সম্পত্তি ক্রয় করে এবং দখল নেয়। কিন্তু ইয়াকুব আলী ওই দোকান ঘরসহ ক্রয় করা সম্পত্তি অবৈধ জবর দখলের পাঁয়তারা করে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে গত বৃহস্পতিবার সকালে ইয়াকুব আলী ১৫/১৬ জন সন্ত্রাসী ভাড়া করে ধারালো অস্ত্র, রড নিয়ে অতর্কিত হামলা চালিয়ে দোকান ঘর ভাংচুর ও লুটপাট করে নগদ ২০ লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন ইউনুস আলী। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ৩ জন গুরুতর আহত হয়। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে ৩ জনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় ব্যবসায়ী ইউনুস আলী বাদি হয়ে ইয়াকুব আলী, শহিদুল ইসলাম, আলম, সাদ্দাম হোসেনসহ ৮ জনের নাম উল্লেখ করে আরও ৭/৮ জন অজ্ঞাতনামাদের আসামি করে ঠাকুরগাঁও থানায় মামলা দায়ের করেছেন।
নাম না প্রকাশ করা শর্তে একাধিক ব্যক্তি জানান, ইয়াকুব আলীর একটি শক্তিশালী লাঠিয়াল বাহিনী রয়েছে। তার অপকর্মের কথা আমরা বললে আমাদের উপর যে কোন সময় নেমে আসবে অত্যাচার, জুলুম।
ইউনুস আলী বলেন, ইয়াকুব আলীর অত্যাচারে আমরা অতিষ্ঠ। সে অবৈধ জমি দখলসহ ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এদিকে ইয়াকুব আলীর বিরুদ্ধে গতকাল রাতে আরও একটি অবৈধ জমি দখল ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ইয়াকুব আলীর সাথে কথা বললে তিনি জানান, কেউ যদি আমার বিরুদ্ধে মামলা করে থাকেন তাহলে ভুল করেছেন। কেউ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে না।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তি জানান, স্বাধীনতার পর থেকেই তিনি অবৈধ ভূমি দখল ও চাঁদাবাজি করে আসছেন। তার বিরুদ্ধে অনেক সালিশী বৈঠক আমার কার্যালয়ে হয়েছে। কোন সালিশই মানেননি তিনি।
ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, এলাকায় এমন ঘটনা অনেক ঘটলেও কেউ অভিযোগ করেনি। তবে এই প্রথম তার বিরুদ্ধে অবৈধ জমি দখলবাজ ও চাঁদাবাজির অভিযোগে ২টি মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা