কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বগুড়ায় পৌর আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় দলীয় কার্যালয়ের সামনে পৌর আওয়ামী লীগের সভাপতি রফিনেওয়াজ খান রবিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রক্ষক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, জেলা আওয়ামী লীগ নেতা মাহফুজুল ইসলাম ভুইয়া রুমেল, গৌতম দাস, পৌর আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন, শেখ শামিম, মিজানুর রহমান, এডোনিস বাবু তালুকদার, নুরুল আমিন লিডার, পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন