মৌলভীবাজারের শ্রীমঙ্গল মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গত রোববার (৬ ডিসেম্বর) রাতে স্থানীয় সংগঠন উদ্দীপ্ত তারুণ্যের আয়োজনে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে নানান অনুষ্ঠানের আয়োজন করা করা। সন্ধ্যায় শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
পরে জাতীয় সংগীত, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, মুক্তিযোদ্ধাদের কণ্ঠে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, জাগরণের গান (দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্য) ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ জন শিক্ষার্থী অংশ নেন।
সংগঠনের মুখপাত্র সানজিতা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী সিনিয়র পুলিশ সুপার আশরাফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুন, বীর মুক্তিযোদ্ধা মোহন সোম, বীর মুক্তিযোদ্ধা অমলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা নিহার রঞ্জন নাথ, বিশিষ্ট আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ চৌধুরী রাজা। স্বাগত বক্তব্য দেন লেখক ও ছড়াকার অধ্যাপক অবিনাশ আচার্য। সংগীত ও নৃত্য পরিবেশন করেন নাট্যবেদ নৃত্য নিকেতন, শ্রীমঙ্গল নৃত্যালয়, সমতা খেলাঘর আসর ও শিকড় ব্যান্ড।
এদিকে দিসবটি পালন উপলেক্ষে ওই বিকালে শহরের চৌমুহনা চত্বরে শিল্পী কল্যাণ সংস্থার উদ্যোগে সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া বিভিন্ন সংগঠন থেকে বধ্যভূমি-৭১ ও ভাড়াউড়া বধ্যভূমিতে পুষ্পস্তপক অর্পণ করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ