'নারী নির্যাতন করব না, নারীর নির্যাতন সইব না, ধর্ষণ-নির্যাতনসহ নারীর প্রতি সকল সহিংসতা রুখব।' এভাবে নারীর সুরক্ষায় শপথ নিয়েছেন পুলিশ, নির্বাহী প্রশাসন, জনপ্রতিনিধি ও তরুণ-তরুণীরা।
সোমবার দুপুর ১টায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা প্রতিবাদ, প্রতিরোধে ও প্রতিকারের অনুসন্ধানে শীর্ষক বহুমাত্রিক সংলাপে এ শপথ গ্রহণ করা হয়।
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম ইবনুল হাসান ইভেনের সভাপতিত্বে ও পার্টিসিপেটরি রিচার্স অ্যাকশন নেটওয়ার্কের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তরিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার খালেদ ইবনে মালেক, চরজব্বার থানার ওসি জিয়াউল হক, অ্যাকশন এইডের ডেপুটি ম্যানেজার তাছলিমা আক্তার, সাগরিকার প্রধান নির্বাহী সাইফুল ইসলাম সুমন।
বক্তারা বলেন, নারীকে নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখলেই নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব।
তারা দ্রুত বিচার নিষ্পত্তির পাশাপাশি পরিবারিক সচেতনার ওপরও গুরুত্বারোপ করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ