মায়ের কুলখানির আয়োজন চলাকালীন প্রতিপক্ষের হামলায় ছেলে ও অন্তঃসত্ত্বা গৃহবধূসহ ৪ জন আহত হয়েছে। আহত গৃহবধূকে আশংঙ্কাজনক অবস্থায় উদ্বার করে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা১১টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাচ্চু চাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, কুলখানির আয়োজনে হামলার সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হচ্ছে মো. বাচ্চু চাপরাশির ছেলে দলিল লিখক জসিম উদ্দিন, বোন রিজিয়া বেগম, মিনারা বেগম, ভাইয়ের মেয়ে হনুফা আক্তার।
খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাচ্চু চাপরাশির স্ত্রী জাহানারা মারা যান, আগামী বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তার কুলখানির প্রস্তুতি নিচ্ছিল পরিবারের লোকজন। আজ সকালে কুলখানি অনুষ্ঠানের আয়োজন চলাকালীন আবুল কালাম ১৯/২০ জন মহিলা নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে গৃহবধূ অন্তঃসত্ত্বা হনুফা বেগমকে তুলে নিয়ে একটি পরিত্যাক্ত টয়লেটের মধ্যে ফেলে দেয়।
বাচ্চু চাপরাশির ভাই মো. নান্নু চাপরাশি জানান, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সকাল ১০ টার দিকে হঠাৎ করে হামলা চালায় আবুল কালাম, কাওসারসহ ১৯ থেকে ২০ জন। এসময় বাড়ির পুরুষ লোকজন কুলখানি আয়োজনের দাওয়াতে বাড়ির বাইরে ছিলো।
পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, জমি নিয়ে বিরোধ থাকতেই পারে। এ জন্য আদালত কিংবা শালিসী ব্যবস্থা আছে। কুলখানির আয়োজনে আবুল কালামসহ তার লোকজনের হামলার ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহাবুদ্দিন জানান, ঘটনার সাথে সাথে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল