গোপালগঞ্জের কাশিয়ানীতে সাড়ে ৫০০ অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সমাজ সেবক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম ঢাকা মহানগর সভাপতি খালিদ হোসেন লেবু এসব কম্বল বিতরণ করেন।
আজ শুক্রবার নিজ বাড়িতে এ কম্বল বিতরনের সময় কাশিয়ানী উপজেলা যুবলীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্যা, কাশিয়ানী পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বজিত রায়, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফ হোসেন মুশা উপস্থিত ছিলেন।
কাশিয়ানী সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এসব কম্বল বিতরণ করা হয় বলে জানান খালিদ হোসেন লেবু।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ