২০ জানুয়ারি, ২০২১ ০৮:৫২

পরিবেশ সম্মত পদ্ধতিতে মাছ চাষ বিষয়ে কর্মশালা

কুমিল্লা প্রতিনিধি

পরিবেশ সম্মত পদ্ধতিতে মাছ চাষ বিষয়ে কর্মশালা

কুমিল্লার দাউদাউদকান্দি উপজেলার আদমপুরে মঙ্গলবার দিনব্যাপী স্থানীয় মৎস্য খামারি এবং উদ্যোক্তাদের নিয়ে পরিবেশ সম্মত মাছ চাষ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিস্ট্যান্স সিসিডিএ'র উদ্যোগে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসিপি প্রকল্পের আওতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এরিয়া অফিসার আবদুল জলিলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক শওকত আরা কলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সাবিনা ইয়াসমিন, পরিবেশবিদ মতিন সৈকত এবং রিসার্চ অফিসার রুনায়েত রেজা। সেশন পরিচালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মো. মাসুদ আলম। 

প্রধান অতিথি বলেন, মাছে আমাদের দেশে সমৃদ্ধি এসেছে। মাছে ফরমালিন বা রাসায়নিক মিশিয়ে পরিবেশ দূষণ করা যাবে না। এতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। খাদ্য দ্রব্যে ভেজাল মেশানো শাস্তিযোগ্য অপরাধও।

মৎস্য খামারি, ফিড ও মৎস্যবীজ ব্যবসায়ীসহ উদ্যোক্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন টেকনিক্যাল অফিসার মো. লেমন মিয়া, নুরুন্নবী রাসেল ও হাসিব ইকবাল কানন প্রমুখ।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর